ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের ধারাবাহিক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অপরাধে অভিযুক্ত মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানার পুলিশ পরিদর্শক (নিঃ) কমর উদ্দিন, এসআই (নিঃ) হাফিজুর রহমান, সোহেল রানা, মাজহারুল ইসলামসহ একাধিক টিম পৃথক অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
লিয়াকত আলী (৫৭): থানা এলাকার আকুয়া এলাকা থেকে গ্রেফতার।
মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৮): বোররচর এলাকা থেকে গ্রেফতার।
মোঃ মিলন মিয়া (২৮) এবং তার স্ত্রী মোছাঃ ফারজানা আক্তার (২০): অপহরণ মামলার আসামী হিসেবে আকুয়া ওয়ারলেস গেইট এলাকা থেকে গ্রেফতার।
মোঃ রায়হান (২২), মোছাঃ ফরিদা বেগম (৩০), ও মোঃ বাচ্চু মিয়া (৪২): থানা এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার।
অন্যদিকে, এসআই মাজহারুল ইসলাম, এএসআই জাবির হোসেনসহ অন্য সদস্যরা পৃথক অভিযানে ৭ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেন। তারা হলেন:
সুমন নন্দী, মোঃ ইসমাইল হোসেন (দু'বার নাম রয়েছে), মোঃ জুল মান্নান হোসেন, মোশারফ হোসেন, রতন ও পাপেল ওরফে সাক্কর।
গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |