স্বাধীনতার সুবর্ণ ইতিহাসের গৌরবোজ্জ্বল স্মৃতি নিয়ে আজ ২৬শে মার্চ ২০২৫, বাংলাদেশ উদযাপন করছে তার ৫৪তম স্বাধীনতা বার্ষিকী। এ দিনে, বাঙালির স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে লাখো জনতা বুকের তাজা রক্ত ঢেলেছিল, অগণিত বীরাঙ্গনা সম্ভ্রম বিসর্জন দিয়েছিলেন, আর বীর মুক্তিযোদ্ধারা মৃত্যুকে উপেক্ষা করে লড়াই করেছিলেন। জাতির সেই সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন এক মহিমান্বিত আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করেছে।
সকালের প্রথম আলো ফুটতেই, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এই শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এরপর, সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য কুচকাওয়াজ, যেখানে বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। জাতীয় পতাকার গৌরবকে সামনে রেখে এই কুচকাওয়াজ এক অনন্য দৃশ্যের অবতারণা করে। অংশগ্রহণকারী দলগুলোর সম্মানার্থে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার, পরম শ্রদ্ধেয় মো. মোখতার আহমেদ।
এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি জাতির বীর সন্তানদের প্রতি এক অকৃত্রিম শ্রদ্ধা ও স্বাধীনতার চেতনাকে চিরজাগরূক রাখার এক মহৎ প্রয়াস। স্বাধীনতার এই মহান দিনে, পুরো জাতি একসঙ্গে তাদের স্মরণ করছে, যারা আমাদের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |