|
ad728
ad728

গলাচিপায় দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 17-05-2025 ইং
  • 1683 বার পঠিত
গলাচিপায় দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

পটুয়াখালী প্রতিনিধি
গলাচিপা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উপজেলার সকল ইউনিয়ন পরিষদ সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় শনিবার সকাল ১০টায়, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে।

প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফোরকান মোল্লা। গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে বিস্তারিত ব্রিফিং দেন উপজেলা সমন্বয়কারী ইয়াসমিন।

প্রশিক্ষণে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় গ্রাম আদালতের কার্যক্রমের তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এ উদ্যোগ গ্রাম আদালত ব্যবস্থাকে আরও শক্তিশালী ও প্রাসঙ্গিক করে তুলবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর