|
ad728
ad728

ময়মনসিংহে স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 26-03-2025 ইং
ময়মনসিংহে স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শুরু হয় মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। প্রথমেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। এরপর ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুবকর সিদ্দিক, জেলা প্রশাসক মুফিদুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা স্বাধীনতার চেতনা বাস্তবায়নে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কুচকাওয়াজ ও অন্যান্য আয়োজন
শ্রদ্ধা নিবেদনের পর সকাল ৮টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ শুরু হয়, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

জনসাধারণের উদ্দীপনা
স্বাধীনতা দিবস উপলক্ষে পুরো ময়মনসিংহ শহর সজ্জিত হয় জাতীয় পতাকা ও বিভিন্ন আলোকসজ্জায়। সর্বস্তরের মানুষ দিনটি যথাযথ মর্যাদায় পালন করেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অঙ্গীকার করেন।

(কালের কন্ঠস্বর ডেস্ক)

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর