|
ad728
ad728

ধোবাউড়ায় ভারতীয় কম্বল ও জিরাসহ চোরাচালান বিরোধী অভিযানে আটক ১

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 27-03-2025 ইং
ধোবাউড়ায় ভারতীয় কম্বল ও জিরাসহ চোরাচালান বিরোধী অভিযানে আটক ১
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় চোরাচালানবিরোধী অভিযানে ৫০০ পিস ভারতীয় কম্বল, ১৫ বস্তা ভারতীয় জিরা, একটি কাভার্ড ভ্যান, একটি অটোগাড়ি, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানে একজনকে আটক করেছে পুলিশ।

চোরাচালানবিরোধী বিশেষ অভিযান
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়ার কলসিন্দুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকারের নেতৃত্বে এবং ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন সরকারের সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৫০০ পিস কম্বলসহ একটি কাভার্ড ভ্যান, ১৫ বস্তা জিরা বহনকারী একটি পিকআপ, একটি অটোগাড়ি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান
ধোবাউড়া থানার ওসি আল-মামুন সরকার বলেন, “চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সব সময় প্রস্তুত।”
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চোরাচালান প্রতিরোধে পুলিশের এই সক্রিয় ভূমিকায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর