ময়মনসিংহ রেঞ্জের সদ্য যোগদানকৃত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া আজ বৃহস্পতিবার (২৭ মার্চ, ২০২৫) রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, রেঞ্জাধীন চার জেলার পুলিশ সুপার ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্টগণ উপস্থিত ছিলেন।
প্রত্যাশিত পুলিশি সেবার আশ্বাস
সভায় নবনিযুক্ত ডিআইজি পুলিশের পেশাদারিত্ব, ন্যায়পরায়ণতা ও জনগণের প্রতি দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা নিশ্চিত করতে সকল পুলিশ সদস্যকে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি ময়মনসিংহ রেঞ্জ পুলিশকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
রেঞ্জ পুলিশের সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম
সভায় পুলিশ সুপার (অপারেশনস্), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম নবনিযুক্ত ডিআইজিকে রেঞ্জ পুলিশের সাংগঠনিক কাঠামো ও সার্বিক কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন।
সভায় কর্মকর্তারা উপস্থিত ছিলেন—
অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক
পুলিশ সুপার, ময়মনসিংহ কাজী আখতার উল আলম
পুলিশ সুপার, জামালপুর সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম
পুলিশ সুপার, নেত্রকোণা মির্জা সায়েম মাহমুদ পিপিএম
পুলিশ সুপার, শেরপুর মোঃ আমিনুল ইসলাম
ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্টগণ
সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা ডিআইজির দিকনির্দেশনাকে অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন এবং তার নেতৃত্বে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিচয় পর্ব ও শুভেচ্ছা বিনিময়
সভা শুরুর আগে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
### কালের কন্ঠস্বর | সত্যের স্বরে আগামী নির্মাণ
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |