|
ad728
ad728

ময়মনসিংহে বাকৃবিতে ট্রেন অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 26-04-2025 ইং
ময়মনসিংহে বাকৃবিতে ট্রেন অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ময়মনসিংহে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। শনিবার (২৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি জব্বারের মোড় এলাকায় পৌঁছালে শিক্ষার্থীরা তা অবরোধ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা পিএসসির সংস্কারের দাবিতে স্লোগান দেন এবং জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন। আন্দোলনরত শিক্ষার্থী আলী হোসেন বলেন, "পিএসসি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করছে, আমরাও তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি।"

ট্রেন অবরোধের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার নাজমুল আলম জানান, "রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ স্টেশন থেকে অগ্নিবীণা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাকৃবি এলাকায় পৌঁছালে শিক্ষার্থীরা ট্রেনটি অবরোধ করেন।"

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তভাবে বুঝিয়ে আশ্বস্ত করলে তারা অবরোধ প্রত্যাহার করেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর