|
ad728
ad728

নাটোরে জেলা প্রশাসকের পুরোনো বাংলো থেকে বিপুল পরিমাণ ব্যালট পেপার উদ্ধার

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 29-03-2025 ইং
নাটোরে জেলা প্রশাসকের পুরোনো বাংলো থেকে বিপুল পরিমাণ ব্যালট পেপার উদ্ধার
ছবির ক্যাপশন: জাতীয় নির্বাচনের ব্যালট পেপার, অনলাইন সংগৃহীত

নাটোরে জেলা প্রশাসকের পুরোনো বাংলোর ভেতর থেকে বিপুল পরিমাণ ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে, যার বেশিরভাগই সিলমারা ব্যালট পেপার। শনিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়ায় অবস্থিত এই পুরোনো বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দ্বিতীয় দিনের মতো জেলা প্রশাসকের পুরোনো বাংলোর পুকুরে অস্ত্র উদ্ধারের অভিযান চলছিল। এ সময় গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে বিপুল পরিমাণ ব্যালট পেপারের উপস্থিতি। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ব্যালট পেপারগুলো উদ্ধার করে।

জানা গেছে, উদ্ধারকৃত ব্যালট পেপারের বেশিরভাগই নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। তবে এর আগে, শুক্রবার (২৮ মার্চ) বিকেলে একই বাংলোর পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। একের পর এক এমন চাঞ্চল্যকর উদ্ধার অভিযানে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম জানান, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই ব্যালট পেপারগুলো ট্রেজারিতে সংরক্ষিত ছিল। পরবর্তীতে উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলানের অভাবে সেগুলো পুরোনো বাংলোতে সরিয়ে রাখা হয়। তবে কে বা কারা ব্যালট পেপারগুলো মাটিতে পুঁতে নষ্ট করেছে, সে বিষয়ে প্রশাসন অবগত নয়। তিনি আরও জানান, নির্বাচনের পর বাকি ব্যালট পেপারগুলো টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে বিষয়টি তদন্ত করছে এবং দায়ীদের চিহ্নিত করতে কাজ করছে।

কালের কন্ঠস্বর

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর