|
ad728
ad728

ফিলিস্তিনে বর্বর ইসরায়েলী হত্যাকান্ডের বিরুদ্ধে গোদনাইলে বিক্ষোভ অনুষ্ঠিত।

রিপোর্টারের নামঃ মোহাম্মদ রিয়াদ
  • আপডেট টাইম : 21-03-2025 ইং
ফিলিস্তিনে বর্বর ইসরায়েলী হত্যাকান্ডের বিরুদ্ধে গোদনাইলে বিক্ষোভ অনুষ্ঠিত।
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

২১ মার্চ ২০২৫, শুক্রবার জুমার নামাজের পর গোদনাইলে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলা ও বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গোদনাইল ইমাম ওলামা ঐক্য পরিষদের আহ্বানে বিভিন্ন স্তরের ছাত্র-জনতা উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন গোদনাইল ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি ও চৌধুরীবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম সাহেব।

বিক্ষোভ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন গোদনাইল ইমাম ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং ধনকুন্ডা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুল হক নোমানী, আল-ফাতেহ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইসমাইল হাতেমী, প্রচার সম্পাদক মুফতি সাজ্জাদ হোসেন, ফাহাদ আব্দুল্লাহ আল আজাদ সহ বিভিন্ন ওলামায়ে কেরাম।

গোদনাইল আলোকিত যুব শক্তি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল তালুকদার এর নেতৃত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইফতি, সিনিয়র সদস্য মুন্না প্রধান, আব্দুল্লাহ আল নওফেল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, মো:রাকিবুল হাসান প্রমুখ।

এসময় বিক্ষোভ কর্মসূচি থেকে ইসরায়েলী বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা, ক্ষোভ জানানো হয়। ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করা হয় এবং মানবিক সহায়তা প্রেরণে উদ্যোগ নেয়া হয়েছে। সর্বশেষ একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর