কালের কন্ঠস্বর ডেস্ক | ১৪ এপ্রিল ২০২৫
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তুরস্কজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) দেশটির বিভিন্ন প্রদেশে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগানে গর্জে ওঠে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, ইস্তাম্বুলের বেয়াজিত স্কয়ারে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেয়। বেসরকারি সংস্থা ‘আইএইচএইচ হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশন’ আগেই এই কর্মসূচির ডাক দিয়েছিল।
স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হওয়া মিছিলে অংশগ্রহণকারীরা তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা হাতে ‘খুনি ইসরাইল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও’ স্লোগানে ইস্তাম্বুলের ইয়েনিসেরি সড়ক ধরে মিছিল করে।
এছাড়া রাজধানী আঙ্কারায়ও বিক্ষোভ হয়েছে। আঙ্কারা প্যালেস্টাইন সলিডারিটি প্ল্যাটফর্ম (এএনএফআইডিএপি)-এর সদস্যরা মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নেন।
তুগবা আলতিনোক কুকুরম্বার সেন্ট্রাল মসজিদের সামনে জড়ো হয়ে তারা ‘শিশু-হত্যাকারী ইসরাইল’ এবং ‘গাজায় মানুষ মারা যাচ্ছে, বিশ্বব্যাপী মানবতা মরছে’ লেখা ব্যানার নিয়ে প্রতিবাদ করেন।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |