|
ad728
ad728

ইসরায়েলে ভয়াবহ দাবানল: ঘরবাড়ি ছাড়ছেন হাজারো মানুষ

রিপোর্টারের নামঃ আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : 24-04-2025 ইং
ইসরায়েলে ভয়াবহ দাবানল: ঘরবাড়ি ছাড়ছেন হাজারো মানুষ
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত ইসরায়েলের ভয়াবহ দাবানল

কালের কন্ঠস্বর || ২৪ এপ্রিল ২০২৫
ইসরায়েলের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তীব্র গরম ও প্রবল বাতাসের কারণে দাবানলের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এতে রাজধানী জেরুজালেমমুখী একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে এবং হাজারো মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আগুনের সূচনা ও বিস্তার
টাইমস অব ইসরায়েল জানায়, দাবানলের সূচনা হয় মোশাভ তারুম নামক স্থানে। এরপর তা দ্রুত বেইত শেমেশ, এসতাওল, মেসিলাত সিয়নসহ আশপাশের গ্রামে ছড়িয়ে পড়ে। আগুন এতটাই তীব্র ছিল যে, রুট ৬, রুট ৩৮ এবং রুট ৪৪-এর মতো ব্যস্ত মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিতে হয়।

দমকল বাহিনীর নিরলস প্রচেষ্টা
ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, প্রায় ২০ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনজন দমকলকর্মী এবং একজন পুলিশ সদস্য আহত হন।

এক বিবৃতিতে তারা জানায়, ‘‘অত্যন্ত শুষ্ক আবহাওয়া ও বাতাসের কারণে আগুন এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছিল। আমাদের শত শত কর্মী ও স্বেচ্ছাসেবক টানা কাজ করে পরিস্থিতি সামাল দিয়েছেন।’’

সরকারের তড়িৎ পদক্ষেপ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমের অগ্নিনির্বাপণ কমান্ড সেন্টারে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন।

আহত ও ক্ষয়ক্ষতি
এখন পর্যন্ত নয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, যাদের মধ্যে সাতজন ফায়ারফাইটার এবং দুজন সাধারণ নাগরিক। আগুনে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় সূত্র জানায়, অন্তত কয়েক ডজন বসতবাড়ি ও বনভূমি পুড়ে গেছে।

সতর্কতা জারি
পুলিশ জনগণকে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছে এবং নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছে।

আপডেটেড: ২৪ এপ্রিল ২০২৫,
‘কালের কন্ঠস্বর’ ডেস্ক

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর