|
ad728
ad728

শ্রীলংকার বিপক্ষে ৬ ম্যাচের সিরিজে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, অধিনায়ক তামিম

রিপোর্টারের নামঃ স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : 20-04-2025 ইং
শ্রীলংকার বিপক্ষে ৬ ম্যাচের সিরিজে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, অধিনায়ক তামিম
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

শ্রীলংকার বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে শনিবার ১৫ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের ২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে দলের নেতৃত্বে থাকছেন আজিজুল হাকিম তামিম।

হাম্বানটোটায় অনুষ্ঠিতব্য সিরিজের আগে প্রস্তুতিমূলক ক্যাম্প হয়েছে রাজশাহীতে, ৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। সিরিজ শুরুর আগে ২৪ এপ্রিল একটি ওয়ার্মআপ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এরপর ২৬ এপ্রিল মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল এবং ১, ৩, ৬ ও ৮ মে।

ঘোষিত মূল দলে স্থান পেয়েছেন জাওয়াদ আবরার, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।

চোট সংক্রান্ত ঝুঁকি মাথায় রেখে অতিরিক্ত ৫ জন স্ট্যান্ডবাই ক্রিকেটারকেও রাখা হয়েছে দলে। তারা হলেন রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।

একই দিনে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দলও, ফলে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে ব্যস্ত সময়েই কাটাতে চলেছে দেশের ক্রিকেট।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর