কালের কন্ঠস্বর || ময়মনসিংহ, ১৭ মে ২০২৫:
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার একটি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা মোঃ রফিকুল ইসলাম (৫০) অবশেষে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ক্যাম্পের হাতে গ্রেফতার হয়েছেন।
র্যাব সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ ডিসেম্বর ফুলবাড়ীয়া থানায় দায়েরকৃত মামলা (মামলা নম্বর-১০; জিআর-২৯৬/২০১৭)-তে রফিকুল ইসলামকে আদালত ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল শুক্রবার (১৭ মে) রাত আনুমানিক ১টার দিকে ফুলবাড়ীয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম ফুলবাড়ীয়া উপজেলার জোরবাড়ীয়া পূর্ব ভাটিপাড়া গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারের পর আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "আদালতের ওয়ারেন্ট অনুযায়ী আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।"
ফজর | ০৩:৫২ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০১ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |