|
ad728
ad728

ময়মনসিংহে যৌথ বাহিনীর উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 20-04-2025 ইং
ময়মনসিংহে যৌথ বাহিনীর উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালা
ছবির ক্যাপশন: প্রশিক্ষণ কর্মশালার

ময়মনসিংহে যৌথ বাহিনীর উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালা:


ময়মনসিংহে যৌথ বাহিনীর উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে পরিবহন শ্রমিকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন rঅঞ্চল থেকে পরিবহন শ্রমিকরা অংশ নেন। কর্মশালার আয়োজন করে ময়মনসিংহ জিলা মোটরযান মালিক ও শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় যৌথ বাহিনী।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সেনানিবাসের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন মেজর ফরহাদ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর সহকারী পরিচালক আবু নাঈম।

সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু গাড়ি চালানোর দক্ষতা নয়, চালকদের শিক্ষাগত যোগ্যতা, কারিগরি জ্ঞান এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, সচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। এই ধরনের উদ্যোগ শ্রমিকদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তুলবে এবং দুর্ঘটনার হার হ্রাসে সহায়ক হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর