|
ad728
ad728

কাশ্মির সীমান্তে টানা ১১ রাত গোলাগুলি, পাল্টাপাল্টি দোষারোপে ভারত-পাকিস্তান

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 05-05-2025 ইং
  • 14450 বার পঠিত
কাশ্মির সীমান্তে টানা ১১ রাত গোলাগুলি, পাল্টাপাল্টি দোষারোপে ভারত-পাকিস্তান
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ১১ রাত ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। সর্বশেষ সোমবার (৫ মে) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর থেকেই নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর নিয়মিত গুলিবিনিময়ের ঘটনা ঘটছে।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা একতরফাভাবে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি ও আখনুর সেক্টরে গুলি চালিয়েছে। পাল্টা জবাব দিয়েছে ভারতও।

তবে পাকিস্তানের পক্ষ থেকে এই ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। দেশটির সংবাদমাধ্যমেও এ বিষয়ে উল্লেখযোগ্য প্রতিবেদন নেই।

সীমান্ত উত্তেজনার মধ্যে দু'পক্ষই একে অপরের সেনা সদস্য আটক করেছে। গত ২৩ এপ্রিল ভারতীয় বিএসএফ সদস্য পূর্ণম কুমার সাহু সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করলে তাকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। পাল্টা পদক্ষেপ হিসেবে ৩ মে রাজস্থানে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করে বিএসএফ।

কাশ্মির পরিস্থিতি ঘিরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি শাস্তিমূলক পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত, আতারি সীমান্ত ক্রসিং বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক অবনতির ঘোষণা দেয়। অন্যদিকে পাকিস্তান ভারতের আকাশসীমা ব্যবহার বন্ধ, সব ধরনের দ্বিপাক্ষিক ও তৃতীয় দেশের মাধ্যমে বাণিজ্য স্থগিত করে।

এই টানাপড়েনের মধ্যেই পাকিস্তান গত শনিবার ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। ৪৫০ কিমি রেঞ্জের এই ক্ষেপণাস্ত্রকে ভারতের কর্মকর্তারা ‘উসকানিমূলক পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর