|
ad728
ad728

ময়মনসিংহে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 28-04-2025 ইং
ময়মনসিংহে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ময়মনসিংহ, ২৮ এপ্রিল ২০২৫ (কালের কন্ঠস্বর ডেস্ক):
সারা দেশের মতো ময়মনসিংহেও আজ জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর এ দিবসটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে আটটায় ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা নতুন বাজার মোড় হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়। র‍্যালির নেতৃত্ব দেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেন।

পরে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ জাকির হোসেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের বেসরকারিভাবে আইনগত সহায়তার ইতিহাস দীর্ঘ হলেও, সরকারি উদ্যোগে এটি ১৯৯৪ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে এটি একটি কাঠামোবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে, যা আর্থিকভাবে অসচ্ছল জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে। তিনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সুদীপ্ত তালুকদার। সঞ্চালনায় ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার তমা এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা ইসলাম।

আরও বক্তব্য রাখেন:
ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোখলেছুর রহমান
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার
জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব সৈয়দ সাদউদ্দিন আহমেদ
বিজ্ঞ সরকারি উকিল মোঃ আজহারুল হক
পাবলিক প্রসিকিউটর মোঃ আনোয়ার আজিজ টুটুল

অনুষ্ঠান শেষে আইনগত সহায়তা প্রদানে বিশেষ অবদানের জন্য তিনজন আইনজীবীকে 'সেরা প্যানেল আইনজীবী' সম্মাননা প্রদান করা হয়।

সভায় ময়মনসিংহের বিচারকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তা, মানবাধিকার সংগঠন, বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর