কালের কন্ঠস্বর
ঢাকা, ১১ মে ২০২৫
বাংলাদেশে জাতীয় ক্রীড়ার জাগরণে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে গেল। ঢাকার মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে “১৯তম জাতীয় কুস্তি প্রতিযোগিতা-২০২৫”। যুব ও ক্রীড়া উপমন্ত্রী মোঃ শাজাহান ওমর উদ্বোধন করেন এই প্রতিযোগিতা, যেখানে দেশের বিভিন্ন জেলা, বিভাগ, বিশ্ববিদ্যালয় এবং সশস্ত্র বাহিনীর প্রায় ৮০০ কুস্তিগীর অংশগ্রহণ করছেন।
উপমন্ত্রী তার বক্তব্যে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ক্রীড়াক্ষেত্রে নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং প্রান্তিক পর্যায়ে ক্রীড়াবান্ধব সমাজ গঠনের জন্য ক্রীড়া ফেডারেশন ও সংগঠনগুলোকে আরও সক্রিয় করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে দেশীয় ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের জায়গা করে নিতে সক্ষম হবে।
প্রতিযোগিতার আয়োজক সংস্থা বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক লিয়াকত আলী বলেন, তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তাই কুস্তির মতো ঐতিহ্যবাহী খেলাকে আরও জনপ্রিয় করতে এই আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে।
প্রতিযোগিতায় পুরুষ ও নারী উভয় বিভাগের খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন। মোট ২৬১টি কোচ ও ম্যানেজার রয়েছেন তাদের সঙ্গে। এ আয়োজন দেশের ক্রীড়া জগতে নতুন উদ্দীপনা যোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ফজর | ০৩:৫৩ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০০ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |