নিজস্ব প্রতিবেদক || কালের কন্ঠস্বর || ঢাকা, ৯ মে ২০২৫
পাকিস্তান ও ভারতের মধ্যে বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে। এর প্রভাবে প্রতিষ্ঠানটি ইউরোপ ও উত্তর আমেরিকাগামী কিছু গুরুত্বপূর্ণ রুটে সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ৯ মে থেকে ৩১ মে ২০২৫ পর্যন্ত টরেন্টো, লন্ডন ও রোমগামী ফ্লাইটসমূহ নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। এসব ফ্লাইটের গন্তব্যস্থল থেকে ফেরার সময় অপরিবর্তিত থাকলেও ঢাকা থেকে ছাড়ার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে।
পরিবর্তিত সময়সূচি নিম্নরূপ:
ঢাকা-টরেন্টো (BG305/306):
ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে সকাল ০৩:৪৫ মিনিটের পরিবর্তে ০৩:০০ মিনিটে। টরেন্টো থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।
ঢাকা-লন্ডন (BG201/202):
নিয়মিত ফ্লাইটের ক্ষেত্রে ঢাকা থেকে ছেড়ে যাবে সকাল ০৭:৪০ এর পরিবর্তে ০৭:০০ মিনিটে।
বিশেষভাবে, প্রতি বৃহস্পতিবার ফ্লাইটটি ছেড়ে যাবে সকাল ০৮:৫০ মিনিটের পরিবর্তে ০৮:১০ মিনিটে।
লন্ডন থেকে ফেরার সময় অপরিবর্তিত থাকবে।
ঢাকা-রোম (BG355/356):
ঢাকা থেকে ছেড়ে যাবে সকাল ১১:৩০ মিনিটের পরিবর্তে ১০:৪৫ মিনিটে। রোম থেকে ফেরার সময় অপরিবর্তিত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের অনুরোধ করেছে, তাঁরা যেন সময়সূচির এই পরিবর্তন অনুযায়ী যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থেকে চেক-ইন প্রক্রিয়া সম্পন্ন করেন।
উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ এশিয়ার আকাশপথে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স বিকল্প রুট ব্যবহার করছে। বিমানের এই পদক্ষেপও যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ফজর | ০৩:৫৪ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:২০ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৫ সন্ধ্যা |
এশা | ০৭:৫৯ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |