|
ad728
ad728

সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম গ্রেফতার

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 12-05-2025 ইং
  • 4505 বার পঠিত
সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম গ্রেফতার
ছবির ক্যাপশন: ফাইল ছবি::মমতাজ বেগম

ঢাকা: মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে, যার প্রেক্ষিতেই এ গ্রেফতার অভিযান চালানো হয়।

উল্লেখ্য, মমতাজ বেগম ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসনে সরাসরি নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে সাম্প্রতিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

এ বিষয়ে বিস্তারিত জানতে ডিবির তদন্ত প্রতিবেদন ও পরবর্তী আইনি পদক্ষেপের অপেক্ষায় রয়েছে দেশবাসী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর