|
ad728
ad728

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে লাভ হবে না: এমরান সালেহ প্রিন্স

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 20-03-2025 ইং
বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে লাভ হবে না: এমরান সালেহ প্রিন্স
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে মহল বিশেষ রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তবে অপপ্রচার করে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কুতিকূড়া কোরুয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় তিনি বলেন, "বিএনপি কচুরিপানার মতো ভেসে আসেনি, ফলে ফুঁ দিয়ে বিএনপিকে উড়িয়ে দেওয়া যাবে না।"

নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতার আহ্বান

সরকারবিরোধী আন্দোলন প্রসঙ্গে এমরান সালেহ প্রিন্স বলেন, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। তিনি অভিযোগ করেন, সাত মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন হয়নি, যা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার প্রমাণ। "সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে, একটির জন্য অন্যটি বন্ধ রাখা যাবে না," তিনি বলেন।

তারেক রহমানের সংস্কার পরিকল্পনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংস্কার পরিকল্পনার প্রসঙ্গ টেনে প্রিন্স বলেন, বিএনপি রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষমতায় গেলে সর্বদলীয় সরকার গঠন করে এই সংস্কার বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, বিএনপির ভবিষ্যৎ সরকার জনগণের আর্থিক উন্নয়নের জন্য ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, বেকার ভাতা, কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং পল্লী রেশনিং ব্যবস্থা চালু করবে।

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, "মহল বিশেষ বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগণকে বিভ্রান্ত না হতে সতর্ক করেন।

উপস্থিত নেতৃবৃন্দ

সভায় সভাপতিত্ব করেন ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা ইলয়াস খাঁন, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, আমতৈল ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ, নলিতাবাড়ী উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন।

-- কালের কণ্ঠস্বর রিপোর্ট

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর