ময়মনসিংহ প্রতিনিধি || ১১ মে ২০২৫
ময়মনসিংহের এপেক্স হাসপাতালে টনসিল অপারেশনের সময় ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা (১২) এর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তন্দ্রা ছিলেন ত্রিশালের বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী মো. গোলাপ মিয়ার কন্যা।
জানা যায়, টনসিলের সংক্রমণে ভুগছিলেন তন্দ্রা। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ শহরের এপেক্স হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার কামিনী কুমার ত্রিপুরার তত্ত্বাবধানে টনসিল অপারেশন চলাকালে অপারেশন টেবিলেই মৃত্যুবরণ করেন শিশুটি।
স্বজনদের অভিযোগ:
তন্দ্রার পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে শিশুটির শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলেই তার মৃত্যু ঘটে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য:
এপেক্স হাসপাতাল এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে, গত ১৫ বছরে তারা ১৫ হাজারের বেশি মেজর ও মাইনর অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে। হাসপাতালটি সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছে বলেও দাবি করেন তারা।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, অপারেশনের সব তথ্য সিভিল সার্জনের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে এবং চলমান তদন্তে তারা সর্বোচ্চ সহযোগিতা করছে।
তদন্ত চলছে:
এ ঘটনায় সিভিল সার্জনের কার্যালয়ের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ফজর | ০৩:৫৩ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০০ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |