|
ad728
ad728

ইরানে মহিলাদের হিজাব নিয়ে নজরদারির জন্য ড্রোন ও মোবাইল অ্যাপের ব্যবহার শুরু

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 16-03-2025 ইং
ইরানে মহিলাদের হিজাব নিয়ে নজরদারির জন্য ড্রোন ও মোবাইল অ্যাপের ব্যবহার শুরু
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ইরান সরকার মহিলাদের হিজাব পরিধান নিশ্চিত করতে নজরদারি ব্যবস্থা আরও কঠোর করেছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, সরকারি সহায়তায় তৈরি একটি মোবাইল অ্যাপ্লিকেশন 'নাজ়ের' এবং ড্রোন ব্যবহার করে মহিলাদের ওপর নজর রাখা হচ্ছে।

এই নতুন ব্যবস্থা অনুযায়ী, সাধারণ মানুষ রাস্তাঘাটে, গাড়ি বা বাসে হিজাব ছাড়া মহিলাদের দেখতে পেলে 'নাজ়ের' অ্যাপের মাধ্যমে সরাসরি পুলিশকে অভিযোগ জানাতে পারবেন। অ্যাপটির মাধ্যমে সময়, স্থান এবং গাড়ির নম্বরসহ বিস্তারিত তথ্য প্রদান করা যাবে। এছাড়া, তেহরানের বিভিন্ন স্থানে স্থাপন করা নজরদারি ক্যামেরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে মুখ শনাক্তকরণের সফটওয়্যারও এই নজরদারি ব্যবস্থার অংশ।

ইরানে মহিলাদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। যারা এই নিয়ম ভঙ্গ করেন, তাদের বিরুদ্ধে কড়া শাস্তির বিধান রয়েছে। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর দেশটিতে ব্যাপক প্রতিবাদের ঢেউ উঠেছিল, যা আন্তর্জাতিক মহলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে সামনে নিয়ে এসেছে।

এদিকে, সম্প্রতি ইসলামিক আজ়াদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহু দারইয়াই প্রকাশ্যে অন্তর্বাস পরে হেঁটেছিলেন, যা সরকারের নজরদারি ও শাস্তির কঠোরতা তুলে ধরছে। পুলিশ তাকে গ্রেফতার করে এবং পরে জানানো হয় যে, তিনি মানসিকভাবে অসুস্থ।

এই পরিস্থিতি আন্তর্জাতিক পর্যায়ে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করছে এবং সরকারের কঠোর নীতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর