কালের কন্ঠস্বর ডেস্ক:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এসএসসি ও সমমান পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক নতুন নম্বর বিভাজন প্রকাশ করেছে। ২০২৬ সাল থেকে এই পদ্ধতি কার্যকর হবে।
সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ড ও এনসিটিবির ওয়েবসাইটে প্রকাশিত এ সিদ্ধান্ত অনুযায়ী, তিনটি বিষয় ছাড়া বাকি সব বিষয়ে পূর্ণ ১০০ নম্বরের পরীক্ষা হবে। সেইসঙ্গে প্রতিটি বিষয়ের সৃজনশীল, বর্ণনামূলক, সংক্ষিপ্ত উত্তর ও বহুনির্বাচনি অংশে কীভাবে নম্বর বিভাজন হবে, তাও নির্ধারণ করা হয়েছে।
১০০ নম্বরের পরীক্ষার আওতাভুক্ত বিষয়গুলো হলো:
বাংলা (প্রথম ও দ্বিতীয় পত্র), ইংরেজি (প্রথম ও দ্বিতীয় পত্র), গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইতিহাস, অর্থনীতি, ভূগোল, ধর্মীয় শিক্ষা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, উচ্চতর গণিত, চারু ও কারুকলা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি এবং বেসিক ট্রেড।
৫০ নম্বরের পরীক্ষার বিষয়সমূহ:
শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা; ক্যারিয়ার শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
শিক্ষার্থীদের সক্ষমতা মূল্যায়নের ক্ষেত্রে আরও দক্ষতা ও সাম্য আনতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে এনসিটিবি।
ফজর | ০৩:৫২ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০১ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |