কালের কন্ঠস্বর:
কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলওয়ে জংশনে অভিযান চালিয়ে ৪০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ এর সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ রাত অনুমান ১২টা ৪৫ মিনিটে ভৈরব রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনে করে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানা গেলে, রেলওয়ে স্টেশন মাস্টারের সহায়তায় ট্রেনটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
অভিযানে ট্রেনের তিনটি বগির ভেতর অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারী মো. আলমগীর হোসেন (৪২), পিতা-মৃত মোস্তফা, সাং-দেবোগ্রাম, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া-কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা।
র্যাব জানায়, এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
ঘটনার পর গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সূত্র: র্যাব ময়মনসিংহ ফেসবুক পেইজ
ফজর | ০৩:৫২ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০১ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |