রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি নিউজ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, ১৬ তলা ভিত্তির ওপর নির্মিত এই ভবনের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি। এতে রয়েছে আধুনিক সকল সুবিধা, যার মধ্যে রয়েছে বাউন্ডারি ওয়াল, নিরাপত্তা গেট, গার্ড রুম, রেইন ওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থা, সেপটিক ট্যাংক, সোক ওয়েল, সাইনেজ, ম্যুরাল এবং ডিপ টিউবওয়েলসহ অন্যান্য অবকাঠামোগত সুবিধা।
ফজর | ০৩:৫২ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০১ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |