|
ad728
ad728

নোয়াখালীতে ছাত্রদলকর্মী রাফি হত্যার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 25-05-2025 ইং
  • 3814 বার পঠিত
নোয়াখালীতে ছাত্রদলকর্মী রাফি হত্যার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ছবির ক্যাপশন: ছাত্রদলকর্মী রাফি হত্যার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলকর্মী আবুল হোসেন রাফির (১৯) হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মে) সকাল ১১টা থেকে এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী চলা কর্মসূচিতে নিহত রাফির পরিবার, স্থানীয় বাসিন্দা, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন রাফির বাবা আবুল কালাম আজাদ, অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলামসহ অনেকে। বক্তারা ঘটনার চারদিন পরও মূল অভিযুক্ত গিয়াস উদ্দিন শাহীনকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।

কি ঘটেছিল সেইদিন?
গত বৃহস্পতিবার বিকেলে অলিপুর গ্রামে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন রাফি। খেলায় এক বন্ধুর ঠোঁট কেটে গেলে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনের (৬০) কাছে চিকিৎসার জন্য নেওয়া হয়। শাহীন চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে রাফির সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহীন ছুরি দিয়ে রাফিকে আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

রাফির বাবা আবুল কালাম আজাদ সুধারাম মডেল থানায় গিয়াস উদ্দিন শাহীনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শাহীন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর