দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ সোমবার (২৬ মে) থেকে তিন দফা দাবিতে টানা পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ‘ঐক্য পরিষদ’-এর পক্ষ থেকে জানানো হয়, ৫ থেকে ১৫ মে পর্যন্ত এক ঘণ্টা, ১৭ মে থেকে দুই ঘণ্টা এবং ২১ মে থেকে আধাবেলা কর্মবিরতি পালন করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী এবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হলো।
ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবির বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছেন। এবার আমাদের কর্মসূচি আরও কঠোর হবে।”
দাবিগুলোর মধ্যে রয়েছে:
ক. সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
খ. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন।
গ. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির নিশ্চয়তা।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের গঠিত পরামর্শক কমিটি সহকারী শিক্ষক পদকে ১২তম গ্রেডে রাখার সুপারিশ করলেও শিক্ষক সংগঠনগুলো তা গ্রহণ করেনি এবং ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৬৫,৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পৌনে ৪ লাখ সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন। এই বৃহৎ কর্মশক্তির আন্দোলন প্রাথমিক শিক্ষা কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
ফজর | ০৩:৪৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:১৮ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৪২ সন্ধ্যা |
এশা | ০৮:০৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |