গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় তরুণদের শক্তিকে কাজে লাগাতে নতুন কর্মসূচি হাতে নিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আগামী মে মাসে চারটি বৃহত্তর অঞ্চলে দুই দিনব্যাপী সেমিনার ও সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল, ২০২৫) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি প্রকাশ করেন নেতারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর ভাগে বিভক্ত করে এ পরিকল্পনা সাজানো হয়েছে। এর লক্ষ্য তরুণদের জাতীয় রাজনীতিতে সক্রিয় করা এবং গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায্য রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখার সুযোগ করে দেওয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, ‘আমাদের উদ্যোগ কেবল রাজনৈতিক নয়, বরং একটি উন্নয়ন ও উৎপাদনমুখী জনবান্ধব রাষ্ট্র গঠনের প্রয়াস। যেখানে তরুণরা শুধু ভোটার নয়, বরং ভবিষ্যৎ নীতিনির্ধারক ও চিন্তাশীল অংশীদার হবেন।’
কর্মসূচির বিবরণ অনুযায়ী, প্রতিটি বৃহত্তর অঞ্চলে প্রথম দিন অনুষ্ঠিত হবে সেমিনার, যার শিরোনাম থাকবে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’। এখানে নানা শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, চিন্তাবিদ, তরুণ বক্তা ও উদ্যোক্তারা অংশ নেবেন। আলোচনা হবে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, নগরায়ণ, প্রযুক্তি, রাজনৈতিক অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে। আলোচনার ভিত্তি হবে বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা এবং তারেক রহমানের দিকনির্দেশনা।
দ্বিতীয় দিনে আয়োজিত হবে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’, যেখানে তরুণরা নিজেদের মত প্রকাশ করবেন এবং ঐক্যের বার্তা দেবেন।
কর্মসূচির সূচি:
চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ (৯-১০ মে): কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে আলোচনা।
খুলনা ও বরিশাল বিভাগ (১৬-১৭ মে): শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে সেমিনার।
রাজশাহী ও রংপুর বিভাগ (২৩-২৪ মে): কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষার ওপর আলোচনা।
ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ (২৭-২৮ মে): রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি নিয়ে মতবিনিময়।
প্রতিটি সেমিনারের পরদিন সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে তরুণদের সরব উপস্থিতি আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আরও বলেন, 'আমাদের লক্ষ্য সার্বভৌম বাংলাদেশে গণমানুষের স্বাধীনচেতা আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং সাম্য ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি উন্নত রাষ্ট্র বিনির্মাণ।'
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |