ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্র জমিয়তের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) নগরীর দিগারকান্দা বাইপাস সংলগ্ন একটি রেস্তোরাঁয় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার সভাপতি আব্দুল মতিন। সাধারণ সম্পাদক সাজ্জাদুল করীম শোয়াইব এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মামুনুল ইসলাম মামুনের যৌথ সঞ্চালনায় আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি জাকির হুসাইন। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর আহ্বায়ক মাওলানা ওয়ালি উল্লাহ সুবহানী, মহানগর সদস্য সচিব এইচ এম নুরুদ্দীন সরকার, যুব জমিয়তের সভাপতি মাওলানা আশরাফুজ্জামান এবং ছাত্র জমিয়ত ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম।
অনুষ্ঠানে জেলা ও মহানগর জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দসহ শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও, ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের মধ্যে ছাত্র শিবির, ছাত্র দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি এবং মানবকল্যাণে রমজানের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |