নিজস্ব প্রতিবেদক|| কালের কন্ঠস্বর ||২০ মে ২০২৫
গ্লোবাল স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে দেশের মানুষের জন্য খুলে গেল উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের এক নতুন অধ্যায়, বিশেষ করে প্রত্যন্ত ও দূরবর্তী অঞ্চলের মানুষের জন্য এটি হতে পারে এক যুগান্তকারী পরিবর্তন।
প্রাথমিক পর্যায়ে স্টারলিংক বাংলাদেশে দুটি প্যাকেজ চালু করেছে:
Starlink Residential: মাসিক খরচ ৬,০০০ টাকা
Residential Lite: মাসিক খরচ ৪,২০০ টাকা
উল্লেখযোগ্য বিষয় হলো, এই দুই প্যাকেজেই ডেটা ব্যবহারে কোনও সীমা নেই এবং ব্যবহারকারীরা ৩০০ Mbps পর্যন্ত গতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। তবে, সংযোগ নিতে হলে ব্যবহারকারীদের এককালীন ৪৭,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি সেটআপ খরচ বহন করতে হবে।
বাংলাদেশে স্টারলিংকের প্রধান উপদেষ্টা ডা. ইউনুস এক ফেসবুক পোস্টে বলেন,
> “আজ থেকে বাংলাদেশের মানুষও স্টারলিংকের গ্লোবাল ইন্টারনেট জালের অংশ হতে পারবে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্রডব্যান্ড গতির ইন্টারনেট পৌঁছে দিতে এটি এক যুগান্তকারী পদক্ষেপ।”
বিশ্লেষকরা মনে করছেন, স্টারলিংকের এই উদ্যোগ দেশের ডিজিটাল সংযোগের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসায়িক যোগাযোগে এর প্রভাব হবে সুদূরপ্রসারী।
উল্লেখ্য, স্টারলিংক স্পেসএক্সের একটি প্রকল্প, যা পৃথিবীর যেকোনো প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে পৃথিবীর কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইটের সমন্বয়ে গঠিত নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে।
ফজর | ০৩:৫০ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৮ সন্ধ্যা |
এশা | ০৮:০৩ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |