ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পুকুর খননের সময় ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে গুলিগুলো পাওয়া যায়।
ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার জানান, সকাল থেকে ওই পুকুরে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের কাজ চলছিল। দুপুরে শ্রমিকরা পুকুরের নিচে গুলিগুলো পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
তিনি আরও বলেন, "গুলিগুলো অনেক পুরোনো। কতদিন আগে সেগুলো পুকুরে ফেলা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে, সেগুলো এখনো ব্যবহারের উপযোগী কিনা।"
স্থানীয়দের দাবি, এর আগেও ওই এলাকায় পুরোনো গুলি উদ্ধার হয়েছে, যা মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে। এটি যদি সত্যি হয়, তবে ধোবাউড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন রয়ে গেছে, যা গবেষণার দাবি রাখে।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |