|
ad728
ad728

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে আন্দোলন, যোগ দিচ্ছে একের পর এক সংগঠন

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 09-05-2025 ইং
  • 7933 বার পঠিত
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে আন্দোলন, যোগ দিচ্ছে একের পর এক সংগঠন
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ঢাকা, ৯ মে ২০২৫: আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে একে একে যোগ দিচ্ছে একাধিক রাজনৈতিক ও ছাত্র সংগঠন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়, যা শুক্রবারেও অব্যাহত রয়েছে।

শুরুতে শুধুমাত্র এনসিপি অংশ নিলেও পরে আপ বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, কওমী মাদরাসার ছাত্রসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণও ধীরে ধীরে বাড়ছে। অনেকেই সংগঠনের ব্যানার ছাড়াও ব্যক্তিগতভাবে আন্দোলনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

এ অবস্থানে নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেড বসিয়েছে। ফলে ঐ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, এর আগেই জুলাই মাসে গণ-অভ্যুত্থানের অংশ হিসেবে যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের ঘোষণা দিয়েছিল ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার রাতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর