প্রেস রিলিজ
সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযানে ৩৫(পয়ত্রিশ)কেজি মাদকদ্রব্য (গাঁজা) সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার*
১। সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৮ মার্চ ২০২৫খ্রি. তারিখ রাত অনুমান ০০:৩০ ঘটিকায় নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন ১১ নং ইউনিয়নের গোহালাকান্দা ১নং ওয়ার্ডস্থ’ জম জম ফিলিং স্টেশন এর সামনে ময়মনসিংহ টু নেত্রকোনা গামী মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ জসিম উদ্দিন (৪৩), পিতা-মৃত আঃ মান্নান, সাং-বড় বৌমা, থানা-সদর, জেলা-হবিগঞ্জ, ২। মোঃ সুমন মিয়া (৩৫), পিতা-মোঃ ফরিদ মিয়া, সাং-পাথোহাড়, থানা-নান্দাইল, ৩। মোঃ জুয়েল (৩৮), পিতা-জলিল, সাং- কাশিয়ার চর, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহদেরকে ৩৫ (পয়ত্রিশ) কেজি মাদকদ্রব্য (গাঁজা), ০১টি নোহা গাড়ি, ও ০৩টি মোবাইলসহ গ্রেফতার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা।
২। উক্ত ঘটনার ধৃত আসামীদের বিরুদ্ধে নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |