ঢাকা, ১ এপ্রিল ২০২৫: রাজধানীর ভাটারা থানাধীন জোয়ার সাহারা খা পাড়া এলাকার ক-১০৪/৫ নম্বর বাসায় সোমবার গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মোঃ রাশেদুজ্জামান রাজু (৩৭) জানান, রাত আনুমানিক ১টা ৫৬ মিনিটে রুবেল (৩৫), পাভেল (২৮), সুনাম (২৮) সহ আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি একটি প্রাইভেটকারে এসে তার বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
অভিযুক্তরা গেট ভাঙার চেষ্টা করে এবং সিসি ক্যামেরাও ভাঙচুর করে। বাসার লোকজনের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রয়োজনীয় তদন্ত চলছে।
যেকোনো তথ্য থাকলে ভাটারা থানা বা নিকটস্থ পুলিশ স্টেশনকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |