|
ad728
ad728

ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 22-03-2025 ইং
ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | কালের কন্ঠস্বর

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ ২০২৫) তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সভায় সভাপতিত্ব করেন মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মো. মোখতার আহমেদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা ও দায়িত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “প্রাথমিকের একজন কোমলমতি শিশু তার বাবা-মায়ের পর সবচেয়ে নিরাপদ থাকার কথা তার শিক্ষকের কাছে। তাই শিক্ষকরা যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, সে বিষয়ে আন্তরিক হতে হবে।”

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা

সভায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:

ক)শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি

খ) বিদ্যালয়ে নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা

গ) শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো

ঘ) অভিভাবকদের সম্পৃক্ত করা ও সচেতনতা বৃদ্ধি

ঙ)  প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে শিক্ষার আধুনিকায়ন

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, শিক্ষার গুণগত পরিবর্তন আনতে হলে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে এবং প্রশাসনের সার্বিক সহায়তা নিশ্চিত করতে হবে।”

শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা

সভায় উপস্থিত শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা শিক্ষার মানোন্নয়নে নিজেদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন। এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে শিক্ষার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন কর্মকর্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর