|
ad728
ad728

র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক হারানো মোবাইল ফোন উদ্ধার

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 23-03-2025 ইং
র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক হারানো মোবাইল ফোন উদ্ধার
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

তথ্যপ্রযুক্তির সহায়তায় সফল উদ্ধার অভিযান

ময়মনসিংহ, ২৩ মার্চ ২০২৫:

র‌্যাব-১৪, ময়মনসিংহ, তাদের ‘’Lost and Found cell’’ এর মাধ্যমে একটি হারানো মোবাইল ফোন উদ্ধার করে এবং তা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে। এটি র‌্যাবের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধারে তাদের অঙ্গীকারের প্রতিফলন।

গেলো ২২ মার্চ ২০২৫ তারিখে, ‘’Lost and Found cell’’ র‌্যাব-১৪ তথ্য প্রযুক্তির মাধ্যমে ময়মনসিংহ জেলার কোটোয়ালী থানার জিডি নং-১৫৪৬, তারিখঃ ১৩/০৭/২০২৪ এর অধীনে সুলাইমান (১৯), পিতা- সুরুজ আলী, মাসকান্দা, মুন্সীগঞ্জ এর হারানো Realmi C30S Android মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব-১৪ এর অধিনায়ক কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোনটি ২৩ মার্চ ২০২৫ তারিখে প্রকৃত মালিক সুলাইমানের কাছে হস্তান্তর করা হয়। র‌্যাব-১৪ এর ‘’Lost and Found cell’’ এর সদস্যরা ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোনের উদ্ধার এবং তাদের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

র‌্যাব-১৪ কর্তৃক এই ধরনের কার্যক্রমের মাধ্যমে মুঠোফোন হারানোর ফলে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের সহায়তা এবং অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে, যা দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর