নিজস্ব প্রতিবেদক || কালের কণ্ঠস্বর
দেশে প্রথমবারের মতো স্বাস্থ্যখাত নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য সংস্কার কমিশন। তবে এতে নানা গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করা হলেও সুস্পষ্ট রোডম্যাপ ও সুপারিশে অগ্রাধিকার নির্ধারণের অভাব রয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
রোববার (১৮ মে) বিকেলে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) আয়োজিত ‘হেলথ রিফর্ম কমিশন রিপোর্ট: কুইক ফিক্সেস অর ট্রান্সফর্মেশন’ শীর্ষক ওয়েবিনারে এসব মন্তব্য উঠে আসে।
ওয়েবিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইকোনমিক্স ইনস্টিটিউটের অধ্যাপক ও সানেমের অনারারি পরিচালক ড. শাফিউন এন. শিমুল বলেন, “৩২২ পৃষ্ঠার এই প্রতিবেদনে ৩২টি সুপারিশ দেওয়া হলেও কোনটি আগে বাস্তবায়ন করা উচিত, তা বলা হয়নি। বাস্তবায়নের পর্যায়ভিত্তিক রোডম্যাপের অভাব রয়েছে।”
তিনি প্রশ্ন তোলেন, “হেলথ সার্ভিস কমিশন আগে গঠিত হবে, না পিএসসির মাধ্যমে জনবল নিয়োগ আগে হবে—সেটি অনির্ধারিত। ব্যয়ের উৎসও স্পষ্ট নয়। নীতিনির্ধারকদের কাছে এই প্রতিবেদন বোধগম্য হবে কি না, তা নিয়েও প্রশ্ন থেকে যায়।”
প্রাইমারি কেয়ারে গুরুত্ব দিলেও তার বাস্তবায়ন কৌশল অস্পষ্ট বলে জানান তিনি। এছাড়া পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, প্রাইভেট খাত নিয়ন্ত্রণ, স্বাস্থ্যবিমার কাঠামো, ই-হেলথ পরিকল্পনা, দুর্গম এলাকায় সেবা পৌঁছানো, মানসিক ও প্রবীণদের স্বাস্থ্যসেবা—এ বিষয়গুলো উপেক্ষিত বলেও মত দেন ড. শিমুল।
তিনি আরও বলেন, “কমিউনিটি ক্লিনিকের মতো একটি বিদ্যমান অবকাঠামো উপেক্ষিত হয়েছে, যা রাজনৈতিক কারণে হয়ে থাকতে পারে।”
তার মতে, “যদি সরকার মেধাভিত্তিক নিয়োগ ও অপরাধে যুক্ত না থাকা ব্যক্তিদের কাজে লাগানোর সংস্কৃতি চালু করতো, তবে ভবিষ্যৎ সরকারের জন্য একটি ইতিবাচক উদাহরণ তৈরি হতো।”
সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, “স্বাস্থ্য ও শিক্ষাকে ব্যয় নয়, বিনিয়োগ হিসেবে দেখতে হবে। শ্রীলঙ্কা ৩০ বছর আগে বিনিয়োগ করেছিল, এখন তার সুফল পাচ্ছে। অথচ আমাদের দেশে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কম, দুর্নীতি বেশি।”
তিনি বলেন, “যারা দেশ চালান, তাদের যদি স্বাস্থ্যখাত নিয়ে কোনো রাজনৈতিক অঙ্গীকার না থাকে, তাহলে এই সংকট কখনোই কাটবে না।”
ওয়েবিনারে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের ওপরও জোর দেন বক্তারা, তবে শুধু ‘কুইক ফিক্স’ নয়, টেকসই ও কার্যকর সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
ফজর | ০৩:৫০ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৮ সন্ধ্যা |
এশা | ০৮:০৩ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |