|
ad728
ad728

ময়মনসিংহ রেঞ্জে আরএএল সভা-২০২৪: পদোন্নতির নীতিগত সিদ্ধান্ত গৃহীত

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 23-03-2025 ইং
ময়মনসিংহ রেঞ্জে আরএএল সভা-২০২৪: পদোন্নতির নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ময়মনসিংহ, ২৩ মার্চ, ২০২৫: আজ রবিবার ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কার্যালয়ে রেঞ্জ অ্যাপ্রুভড লিস্ট (আরএএল) সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব ড. মোঃ আশরাফুর রহমান মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ পদে পদোন্নতির তালিকা প্রণয়ন ও জ্যেষ্ঠতা নীতিমালা নিরূপণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় এসআই (নি:), এসআই (স:) এবং সার্জেন্ট/টিএসআই থেকে শুরু করে পুলিশ পরিদর্শক (নি:), পুলিশ পরিদর্শক (স:) এবং পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে পদোন্নতির জন্য একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্দিষ্ট বিষয়ে পর্যালোচনা করে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ আবুল কালাম আযাদ, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট ও অপারেশনস্), মোঃ আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম, পুলিশ সুপার ময়মনসিংহ, মোঃ আখতার উল আলম, পুলিশ সুপার জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম, পুলিশ সুপার শেরপুর, মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার নেত্রকোণা, মির্জা সায়েম মাহমুদ পিপিএম এবং অন্যান্য সিনিয়র পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতির বিষয়টি কার্যকরীভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর