পিরোজপুর শহরের কাপুড়িয়া পট্টি এলাকা থেকে পুলিশ শনিবার (২১ মার্চ) দুপুরে গ্রেফতার করেছে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি এবং তার সহযোগী মিলন শিকদারকে। তারা নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাঙচুর এবং টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত।
প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায়, মুসাব্বির মাহমুদ সানি এবং তার সহযোগীরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করতে গিয়ে তা না পেয়ে গত শুক্রবার (২০ মার্চ) দুপুরে ২০ থেকে ২৫ জনের একটি দল নিয়ে মডেল মসজিদ প্রকল্পে হামলা চালান। এ সময় তারা প্রকল্পের অফিস ভাঙচুর করেন, মারধর করেন এবং ৫ লাখ টাকা লুট করে নিয়ে যান।
এ ছাড়া, একই দিন তারা পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের বলেশ্বর সেতুর টোলঘরে কর্মচারীদের মারধর করে টাকা ছিনতাই করেন এবং সেখানেও অগ্নিসংযোগ করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, ঘটনার পর মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সানির গ্রেফতারের পর তিনি অসুস্থ বোধ করলে তাকে পুলিশ পাহারায় পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার বাদী, মডেল মসজিদ প্রকল্পের ব্যবস্থাপক শহিদুল ইসলাম ও বলেশ্বর সেতুর টোলঘরের কর্মচারী রফিকুল ইসলাম অভিযোগ করেন যে, হামলা-ভাঙচুর এবং ছিনতাইয়ের ঘটনার পর সানির নেতৃত্বে অপরাধীরা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
এদিকে, সানির গ্রেফতারির পর তার বিচারের দাবিতে পিরোজপুরের ছাত্ররা শনিবার বিকালে মিছিল বের করে। তারা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে সানি এবং তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।
পুলিশ জানায়, মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |