|
ad728
ad728

গফরগাঁওয়ে বালু তোলা নিয়ে সংঘর্ষ: যুবক নিহত, গুলিবিদ্ধ ১

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 18-03-2025 ইং
গফরগাঁওয়ে বালু তোলা নিয়ে সংঘর্ষ: যুবক নিহত, গুলিবিদ্ধ ১
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা খানা এলাকায় বালু তোলা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে পাগলা থানার তললী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান রাকিব ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

সংঘর্ষের সূত্রপাত

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বালু তোলাকে কেন্দ্র করে মেহেদি হাসান রাকিব ও ইয়াসিন নামের এক ব্যক্তির মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে ইয়াসিন গ্রুপের লোকজন মেহেদি হাসান রাকিবকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন, তবে তার নাম এখনো জানা যায়নি। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের বক্তব্য

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের প্রতিক্রিয়া

স্থানীয়দের দাবি, বালু ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। প্রশাসন যদি আগেই ব্যবস্থা নিত, তাহলে হয়তো এমন প্রাণহানি এড়ানো যেত।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর