|
ad728
ad728

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খানের ‘ব্লাইন্ডিং’ ফ্যাশন, ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়

রিপোর্টারের নামঃ বিনোদন
  • আপডেট টাইম : 25-03-2025 ইং
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খানের ‘ব্লাইন্ডিং’ ফ্যাশন, ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

কালের কন্ঠস্বর ডেস্ক
বলিউডের কিং খান মানেই ভিন্নধর্মী স্টাইল স্টেটমেন্ট। আর সেটাই আবারও প্রমাণ করলেন শাহরুখ খান। আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থিতি যেমন দর্শকদের উত্তেজিত করেছে, তেমনি তার পরিধেয় গয়না নিয়েও উঠেছে নানা আলোচনা। বিশেষ করে, তার গলায় থাকা হীরার তৈরি ‘ব্লাইন্ডিং’ হার এখন ট্রেন্ডিং তালিকার শীর্ষে।

ফ্যাশনের রাজা শাহরুখ
শাহরুখ খানের ফ্যাশন সেন্স বরাবরই অনন্য। তার প্রতিটি উপস্থিতিতেই থাকে কিছু না কিছু চমক। আইপিএলের উদ্বোধনী মঞ্চেও ছিল সেই একই জাদু। কালো স্যুট ও সানগ্লাসের সঙ্গে এই বিশেষ হার যোগ করেছিল নতুন মাত্রা। জানা গেছে, হারটি নকশা করেছেন ভারতের অন্যতম শীর্ষস্থানীয় গয়না ডিজাইনার এবং এতে ব্যবহৃত হয়েছে দুর্লভ হীরা। এর বাজারমূল্য প্রায় ২ কোটি রুপি!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্টাইল
শাহরুখের এই লুক ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। এক ভক্ত টুইট করে লিখেছেন, “শাহরুখ সবসময়ই নতুন কিছু করেন। তার ফ্যাশন স্টাইল বরাবরের মতোই অনন্য।”
আরেকজন লিখেছেন, “ফ্যাশনের রাজা একমাত্র শাহরুখ খান! এই হার ওনার স্টাইল স্টেটমেন্টকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।”

আইপিএলের গ্ল্যামারে শাহরুখের প্রভাব
শুধু ফ্যাশন নয়, শাহরুখ খানের উপস্থিতি মানেই ভক্তদের জন্য বিশেষ আনন্দ। তার জনপ্রিয়তা ও ব্যক্তিত্ব আইপিএলের গ্ল্যামারকে আরও উজ্জ্বল করেছে। আইপিএল শুরুর আগে থেকেই কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) মালিক হিসেবে তার অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল, আর উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থিতি সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

শাহরুখ খান শুধু বলিউডের সুপারস্টার নন, তিনি ফ্যাশন ও স্টাইলেরও এক আইকন। আইপিএলের উদ্বোধনী মঞ্চে তার ‘ব্লাইন্ডিং’ হার কেবল তার রুচি ও সৌন্দর্যবোধই প্রকাশ করেনি, বরং তরুণ প্রজন্মের জন্যও এক অনুপ্রেরণা হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, আইপিএলের বাকি সময়গুলোতে শাহরুখ আর কী চমক দেখান!

-কালের কন্ঠস্বর

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর