ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামে পুনরায় বিয়ে করার অপরাধে পিতাকে কুপিয়ে আহত করেছেন তাঁর বড় ছেলে সাদ্দাম ফকির (৩০)। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে এই নির্মম ঘটনা।
প্রবাসী পিতা গোলাপ ফকির (৫৫), যিনি মৃত আব্দুল বারিক ফকিরের ছেলে, দীর্ঘদিন বিদেশে চাকরি করার পর দেশে ফিরে পুনরায় বিয়ে করেন। গোলাপ ফকিরের স্ত্রীর মৃত্যু হওয়ায় তিনি নতুন করে সংসার বাঁধেন। তার এই সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁর বড় ছেলে সাদ্দাম ফকির। প্রতিহিংসার বসে সাদ্দাম পিতাকে রামদা দিয়ে কুপিয়ে আহত করেন।
আহত গোলাপ ফকিরের ডাক-চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে, সাদ্দাম ফকির ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় পাগলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সাদ্দাম ফকিরকে আটকের চেষ্টা চালাচ্ছে।
পাঁচবাগ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মান্নান জানান, "বাবা পুনরায় বিয়ে করার কারণে ক্ষিপ্ত হয়ে পুত্র সাদ্দাম ফকির তার পিতাকে কুপিয়েছে। এ ঘটনার পর থেকে সাদ্দাম পলাতক, তবে তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।"
এই ঘটনা স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করেন, পারিবারিক অশান্তি ও ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে এ ধরনের সহিংসতা ঘটানো অত্যন্ত দুর্ভাগ্যজনক।
গফরগাঁওয়ের এই ঘটনায় একদিকে যেখানে পারিবারিক সম্পর্কের মূল্য ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেখানে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত কার্যক্রমও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |