|
ad728
ad728

গলাচিপায় ভূমি মেলা উদ্বোধন বর্ণাঢ্য র‍্যালি

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 25-05-2025 ইং
  • 3781 বার পঠিত
গলাচিপায় ভূমি মেলা উদ্বোধন বর্ণাঢ্য র‍্যালি
ছবির ক্যাপশন: গলাচিপায় ভূমি মেলা উদ্বোধন বর্ণাঢ্য র‍্যালি -আলোচনা

কালের কন্ঠস্বর || ২৫ মে ২০২৫

মু: জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালী প্রতিনিধিঃ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা ভূমি অফিসের আয়োজনে রবিবার (২৫ মে) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমি অফিস চত্বর থেকে বাদ্যযন্ত্রসহ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে র‍্যালিটি শুরু হয়ে জনসচেতনতামূলক প্রচার চালায়। পরে উপজেলা ভূমি অফিস হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজুক রহমান রিফাত। এছাড়া বক্তব্য রাখেন গণঅধিকার আয়োজক মোঃ হাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোঃ খালিদ হোসেন মিল্টন, গণঅধিকার সদস্য সচিব মোঃ জাকির মুন্সি এবং স্থানীয় বিশিষ্টজনেরা।

আলোচনায় সভাপতির বক্তব্যে জানানো হয়, “ভূমি ব্যবস্থাপনা প্রাচীনকাল থেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সরকার নাগরিকদের জমির মালিকানা নিশ্চিত করতে নামজারি, জমা খারিজসহ অনলাইনভিত্তিক সকল ভূমি সেবা চালু করেছে। ফলে এখন ঘরে বসেই ভূমিকর প্রদানসহ বিভিন্ন সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে।”

অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত সমাজসেবক, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জানানো হয়, এ ভূমি মেলা ও সেবা কার্যক্রম চলবে আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর