|
ad728
ad728

ড. ইউনুসের নেতৃত্বে ৮ মাসে বাংলাদেশের ‘অবিশ্বাস্য অগ্রগতি’? তথ্যসূত্রে মিলছে না দাবির প্রমাণ

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 08-04-2025 ইং
ড. ইউনুসের নেতৃত্বে ৮ মাসে বাংলাদেশের ‘অবিশ্বাস্য অগ্রগতি’? তথ্যসূত্রে মিলছে না দাবির প্রমাণ
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

কালের কণ্ঠস্বর ডেস্ক:
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবিতে বলা হচ্ছে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ মাত্র ৮ মাসে বৈশ্বিক শক্তি র‌্যাঙ্কিংয়ে ১২৩তম স্থান থেকে ৪৭তম স্থানে উন্নীত হয়েছে। এই তথ্যকে কেন্দ্র করে একপক্ষ অভিনন্দন জানাচ্ছে, অন্যপক্ষ এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, আন্তর্জাতিক কোনও স্বীকৃত সূচকে এ ধরনের অগ্রগতির প্রমাণ নেই।

মূলত ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে এই দাবি ঘুরে বেড়াচ্ছে। যদিও এই তথ্যের উৎস বা ভিত্তি কোথাও নির্ভরযোগ্যভাবে উল্লেখ করা হয়নি।

পর্যালোচনায় দেখা গেছে, বিশ্বব্যাপী স্বীকৃত শক্তি ও ক্ষমতা সূচকগুলোতে বাংলাদেশের অবস্থান নিম্নরূপ:
গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স ২০২৫ অনুযায়ী বাংলাদেশ রয়েছে ৩৫তম স্থানে।
ব্র্যান্ড ফাইন্যান্স-এর গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্স ২০২৫-এ বাংলাদেশ রয়েছে ৯৬তম স্থানে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল কম্পেটিটিভনেস রিপোর্ট-এ সর্বশেষ (২০১৯) র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ছিল ১০৫তম স্থানে।
লোই ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইনডেক্স অনুযায়ী বাংলাদেশ ২০তম স্থানে রয়েছে।


উল্লেখিত কোনোটিতেই “৮ মাসে ১২৩ থেকে ৪৭” এ ধরনের লাফ দেওয়ার কোনও তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মত:
তথ্য বিশ্লেষকরা বলছেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিগুলো যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। যেহেতু এসব তথ্য আন্তর্জাতিক কোনও উৎস দ্বারা নিশ্চিত নয়, তাই একে ভিত্তিহীন বলা হচ্ছে।”

ড. ইউনুস সামাজিক ব্যবসা ও উন্নয়ন দর্শনের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও, বাংলাদেশের রাষ্ট্রীয় বা সামরিক শক্তির সূচকে তাঁর সরাসরি ভূমিকা রয়েছে—এমন কোনও তথ্য পাওয়া যায়নি।

পাঠকদের প্রতি আহ্বান:
দায়িত্বশীল নাগরিক হিসেবে অনুগ্রহ করে যেকোনো তথ্য যাচাই না করে শেয়ার বা প্রচার থেকে বিরত থাকুন। বিভ্রান্তিমূলক তথ্য সমাজে ভুল বার্তা দিতে পারে এবং সামষ্টিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে।

তথ্যসূত্র:
Global Firepower Index 2025
Brand Finance – Global Soft Power Index 2025
World Economic Forum – Global Competitiveness Report
Lowy Institute – Asia Power Index

প্রকাশনা: কালের কণ্ঠস্বর
তারিখ: ৮ এপ্রিল ২০২৫

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Grantsburg)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর