জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা রয়েছেন।
রোববার (৪ মে) ময়মনসিংহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. আশিকুর রহমান।
মামলার প্রধান আসামি করা হয়েছে ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাকিবুল হাসান রনিকে। এছাড়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল আহসান লিমন, সাবেক সভাপতি সাব্বির আহম্মেদ ও নজরুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও আপেল মাহমুদ, বর্তমান সভাপতি আল মাহমুদ কায়েস ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রিয়েল সরকার, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ও সাবেক রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন কবীর, সভাপতি অধ্যাপক ড. মুশাররাত শবনম, সাবেক প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, সিএসই বিভাগের শিক্ষক ড. সেলিম আল মামুন এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম। এছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৭০–৮০ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাদীর অভিযোগে জানা যায়, গত বছরের ৩ আগস্ট ছাত্রলীগ ও আওয়ামীপন্থি শিক্ষক–কর্মকর্তারা আন্দোলন দমনে ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দেয়। পরদিন ৪ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে গেলে শিক্ষার্থীদের ওপর গুলি ও ককটেল নিক্ষেপসহ হামলা চালানো হয়। এতে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হন এবং মোটরসাইকেলে আগুন ও বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।
বাদী আশিকুর রহমান বলেন, “প্রায় নয় মাস পর দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছি।”
তথ্যসূত্র: দৈনিক কালবেলা
ফজর | ০৩:৫৩ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০০ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |