|
ad728
ad728

ত্রিশালে যাত্রীবাহী বাসে অভিযান: ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ৩

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 09-04-2025 ইং
ত্রিশালে যাত্রীবাহী বাসে অভিযান: ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ৩
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি, কালের কন্ঠস্বর
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ভারতীয় মদের একটি বড় চালান জব্দ করেছে ত্রিশাল থানা পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর রাতে এ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে ‘মা-মনি এন্টারপ্রাইজ’ নামের একটি বাসে করে মদের চালান ঢাকায় পাঠানো হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে ত্রিশালের বগারবাজার এলাকায় নিগার পিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসায় পুলিশ।

বাসটি পৌঁছালে প্রথমে তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায়নি। তবে চালক ও হেলপারদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাসের নিচে অতিরিক্ত চাকার ওপর লুকিয়ে রাখা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬৩ বোতল মদ উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসচালক কাঞ্চন মিয়া, হেলপার ইয়াসিন আরাফাত এবং আরেক সহকারী রিফাত মিয়া বাবুকে আটক করা হয়। তারা সবাই নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ বাসটি জব্দ করার পাশাপাশি পাচারে ব্যবহৃত ৫টি মোবাইল সেটও জব্দ করে। বুধবার দুপুরে ত্রিশাল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি মনসুর আহমেদ আরও বলেন, “চোরাকারবারিরা মদ পাচারের জন্য কৌশলে বাসের নিচের ফাঁকা জায়গা ব্যবহার করেছে। আমাদের গোয়েন্দা তৎপরতার কারণে এই চালানটি আটক করা সম্ভব হয়েছে।”

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর