বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত ও সমালোচিত চরিত্র সাকিব আল হাসান ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কখনো বিতর্কিত বিজ্ঞাপনে অংশ নিয়ে, কখনো আবার রাজনৈতিকভাবে সংবেদনশীল সিদ্ধান্তে যুক্ত হয়ে আলোচনায় এসেছেন এই অলরাউন্ডার। এবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে দেখা করে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টার কিছু সময় পর ফেসবুকে ছবিগুলো পোস্ট করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা স্বপ্নীল খান। সেখানে সাকিবকে হাস্যোজ্জ্বলভাবে ছাত্রলীগ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়।
ছবির ক্যাপশনে স্বপ্নীল লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ভাই!’
উল্লেখ্য, বাংলাদেশে ছাত্রলীগ বর্তমানে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচিত। এই সংগঠনের সঙ্গে প্রকাশ্যে সখ্যতা প্রকাশ করায় সাকিবের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
এদিকে, সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি একটি অনুসন্ধান শুরু করেছে। রোববার (৬ এপ্রিল) দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, "আমাদের আশঙ্কা, সাকিব আল হাসান দুদকের আসামি হতে পারেন।" তবে তিনি জানান, বিষয়টি এখনও অনুসন্ধান পর্যায়ে রয়েছে এবং তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব রাজনৈতিক ও সামাজিক নানা বিষয়ে নিজেকে সংবেদনশীলভাবে জড়িয়েছেন—যা তার ভক্ত ও দেশের সাধারণ মানুষকে দ্বিধায় ফেলছে।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |