|
ad728
ad728

ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি সংহতি জানিয়ে পাটগুদামে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 11-04-2025 ইং
  • 31915 বার পঠিত
ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি সংহতি জানিয়ে পাটগুদামে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ  মিছিল
ছবির ক্যাপশন: মিছিলে জনতার ঢল

ইহুদীবাদী দখলদারদের নৃশংস হামলার প্রতিবাদে এবং মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে পাটগুদাম জামে মসজিদ ও বিহারী ক্যাম্পবাসীর উদ্যোগে আয়োজিত হয় এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ  মিছিল।

এই আয়োজনে আশেপাশের এলাকার মসজিদের ইমাম, খতিব এবং অগণিত মুসল্লিগণ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের জন্য দোয়া করেন ও প্রতিবাদের স্লোগান তুলেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাটগুদাম জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি আব্দুল হাই কাসেমী। তিনি বলেন—
 “মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। আমাদের করণীয় হলো—ইহুদিদের সকল পণ্য বয়কট করা, রাতে নির্জনে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা এবং নিজেদেরকে সালাহউদ্দিন আইয়ুবীর মত প্রস্তুত করা, যাতে বায়তুল মোকাদ্দাস মুক্তির সংগ্রামে আমরা সক্রিয় অংশগ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তাওফিক দিন।”

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বিহারী ক্যাম্পের বাসিন্দা আতিকুর রহমান ভলু ও নেসার আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: পাপ্পু।


আয়োজনে ছিলেন:
মো: রনি, মো: রাজু, মো: রবিন মিয়া, মো: সিনবাদ, মো: মামুন

সহযোগিতায় ছিলেন:
মো: শওকত কাল্লু, মো: সুমন, মো: সোহেল, মো: জুয়েল, মো: ইবরার


নোট : “কালের কন্ঠস্বর” - পরিবারের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা হচ্ছে এবং এই ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে সকল বিবেকবান মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর