আন্তর্জাতিক ডেস্ক | কালের কন্ঠস্বর
পাকিস্তান সম্প্রতি দাবি করেছে, ভারতের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আফগানিস্তানের ভূখণ্ডে গিয়ে পড়েছে। তবে পাকিস্তানের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত ও আফগানিস্তান উভয়ই। খামা প্রেসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, দিল্লির ছোড়া ক্ষেপণাস্ত্র আফগানিস্তানে আঘাত হেনেছে—পাকিস্তানের এমন অভিযোগ জোরালোভাবে নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আফগানিস্তানের তালেবান শাসিত অন্তর্বর্তী সরকার।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের দাবিকে “সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেন। একইসাথে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রও জানান, “আফগানিস্তান নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি।” এই বিবৃতি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, আফগান মাটিতে কোনো ক্ষেপণাস্ত্র হামলা ঘটেনি।
অন্যদিকে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আহমদ শরিফ চৌধুরী এক বিবৃতিতে দাবি করেছিলেন, ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র আফগানিস্তানে পড়েছে, যা অত্যন্ত বিপজ্জনক এবং এটি ভারতের ‘অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টার’ অংশ বলেও মন্তব্য করেন তিনি।
এই দাবিকে ঘিরে সৃষ্ট উত্তেজনার পর ভারত ও আফগানিস্তান উভয় দেশই দায়িত্বশীল যোগাযোগ এবং সত্যনিষ্ঠ, ফ্যাক্টভিত্তিক প্রতিবেদন উপস্থাপনের আহ্বান জানিয়েছে।
ফজর | ০৩:৫৪ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:২০ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৫ সন্ধ্যা |
এশা | ০৭:৫৯ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |