|
ad728
ad728

বায়তুল মোকাররমে ফিলিস্তিন, আরাকান ও কাশ্মীরের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 11-04-2025 ইং
বায়তুল মোকাররমে ফিলিস্তিন, আরাকান ও কাশ্মীরের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ
ছবির ক্যাপশন: “বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় বিপ্লবী পরিষদের আয়োজনে ফিলিস্তিন, কাশ্মীর ও আরাকানের স্বাধীনতার দাবিতে বিক্ষোভে অংশগ্রহণকারীরা—শুক্রবার, ঢাকা।”

ঢাকা, শুক্রবার:
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ফিলিস্তিন, আরাকান ও কাশ্মীরের মুসলমানদের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। শুক্রবার জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত এই বিক্ষোভে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রি ফ্রি কাশ্মীর’, ‘গাজা দখল রুখে দাও’, ‘মুসলিম এক হও’, ‘ইসরাইল-মিয়ানমার-ভারতের কালো হাত ভেঙে দাও’ সহ বিভিন্ন স্লোগান দেন।

সভাপতিত্ব করেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ শামসুদ্দিন। উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সাইয়েদ কুতুব, গালীব ইহসান, আব্দুস সালামসহ দলীয় নেতৃবৃন্দ এবং বিপ্লবী ছাত্র পরিষদের শীর্ষ নেতারা।

জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি
মোহাম্মদ শামসুদ্দিন বলেন, “গাজায় ইসরাইলি গণহত্যা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে জাতিসংঘকে সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে এবং ইসরাইলি সেনাদের বিচার করতে হবে।”

তিনি বাংলাদেশ সরকারকে জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং বিশ্ব মুসলিমদের প্রতি একতার আহ্বান জানান।

ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান
তিনি আরও বলেন, “ইসরাইলি পণ্য বর্জন করা উচিত, কারণ সেই অর্থ দিয়েই ফিলিস্তিনে বোমা বর্ষণ করা হয়।”

টানা কর্মসূচির ঘোষণা
গালীব ইহসান জানান, “আমরা ঘোষণা দিয়েছিলাম প্রতি শুক্রবার ফিলিস্তিনের পক্ষে ছাত্রজনতা বিক্ষোভ করবে। আজ সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ছে।”

তিনি জানান, “পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্মুদ্রণ চেয়ে এক মাসব্যাপী আন্দোলন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো ব্যবস্থা না নেওয়ায় এবার মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি আসবে।”

চলবে সাপ্তাহিক কর্মসূচি
নেতারা জানান, জাতীয় বিপ্লবী পরিষদের এই কর্মসূচি শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না; এটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে এবং ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত চলবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর